নারায়ণগঞ্জে শেখ হাসিনার সহ ৪৮নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৪৯ বার পঠিত
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শহরের চাষাঢ়ায় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আবুল হাসান স্বজন। এঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ্য ও দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা। শনিবার রাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনিক বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল৷ এছাড়া অজ্ঞাতনামা আরও অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে৷
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার এসব তথ্য নিশ্চিত করেন৷
গত, ৫ আগস্ট চাষাঢ়ায় এলাকায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তার ছোট ভাই আবুল হাসান স্বজন নিহত হন।