ফতুল্লায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার৪
- আপডেট সময় : ১০:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১২৬ বার পঠিত
ভোরের দিগন্তঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নর্যাব ১১। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব ১১এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার কাশিপুরের সফর আলী মাঝির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা, আওলাদ হোসেনের ছেলে আল আমিন, জাফরের ছেলে রাসেল ও সেলিমের ছেলে সানি।
তিনি জানায়, এলাকায় ইট বালু সিমেন্ট সহ ইমারত নির্মান সামগ্রি সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় সন্ত্রাসী সালাউদ্দিন সালু ও হিরার সাথে সুরুজ মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই সুরুজ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহতের ছেলে মুন্না বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সন্ত্রাসী ও হত্যাকান্ডের মূল হোতা সালাউদ্দিন সালু ও হীরা সহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/ ১৫ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ একাধিক মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলে সহ চারজন।