ডোমারে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৭২ বার পঠিত
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাটার মোড় থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলার সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম বিপিএএ।
উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর রশীদ। সভাপতিত্ব করেন ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ রইসুল আলম, দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস অধিকারী, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক প্রমূখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।