জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যা চেষ্টা মামলার আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৫১ বার পঠিত
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সমিতি ঢাকার অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী শফিকুল ইসলাম গত ৫ আগস্টের পর দেশে-বিদেশে রসে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
গত ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুলে মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্র,আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনানঘটে।
ছাত্রদের ওপর গুলি করা হলে অনেকেই আহত হয় ও আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।
ওই ঘটনায় গত ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে সদর থানায় শফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ উঠেছে, শফিকুল ইসলাম বিগত ১৭ বছরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিবের নাম ভাঙ্গিয়ে শতশত কোটি টাকা কামিয়েছেন। আবুল কালাম আজাদের দুর্নীতির সব অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।